Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্দরে চোরাইকৃত লোহার রড বিক্রির সময় আটক ২

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ৮:২৭ পিএম

বন্দরে রাতের আধারে চোরাইকৃত লোহার রড বিক্রির সময় ভাঙ্গারী ব্যবসায়ীসহ ২ জনকে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। ওই সময় মূলহোতা উজ্জল প্রধান নামে আরো এক চোর কৌশলে পালিয়ে যায়।

পুলিশ আটককৃতদের কাছ থেকে ১টি পিকআপ গাড়ী (ঢাকা মেট্রো ন ২১-২৮১৯) ও ৩৫ পিছ চোরাইকৃত লোহার রড উদ্ধার করে। বৃহস্পতিবার (২৬ আগষ্ট) রাতে যে কোন সময়ে বন্দর তানার মদনগঞ্জ ইসলামপুরস্থ পিএমরোড জনৈক মাছুম মিয়ার বিল্ডিং এর পিছনে এ চুরি ঘটনাটি ঘটে।

আটককৃত চোরেরা হলো বন্দর থানার ২০নং ওয়ার্ডস্থ মাহমুদনগর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী সাদ্দাম (৩৫) ও সোনাকান্দা নিলু মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও উক্ত এলাকার ভবসিন্ধ ছেলে ফিলিপ (২৭)।

পলাতক চোর উজ্জল প্রধান বন্দর থানার মদনগঞ্জ ইসলামপুর এলাকার মৃত মালেক সরদারের ছেলে বলে জানা গেছে।

এ ব্যাপারে বি.এন.এ ইনিঞ্জনিয়ারিং লিড এর সাইট ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার দুপুরে আটককৃত ২ জনসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেন। পুলিশ আটককৃতদের চুরি মামলায় শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে

এলাকাবাসী সূত্রে সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে যে কোন সময় মদনগঞ্জ ইসলামপুর এলাকার মৃত মালেক সরদারের ছেলে উজ্জল প্রধান একই এলাকার জনৈক হাজী মাছুম মিয়ার বিল্ডিং এর সামনে থেকে ৩৫ পিছ লোহার রড চুরি করে।

পরে চোরাইকৃত লোহার রড একটি পিকআপ গাড়ী যোগে পালানোর সময় মদনগঞ্জ ফাঁড়ীর টহল পুলিশ ওই এলাকা থেকে চোরাইকৃত লোহার রড ও উল্লেখিত পিকআপ গাড়ীসহ ভাঙ্গারী ব্যবসায়ী সাদ্দাম ও পিকআপ চালক ফিলিপ ঢালীকে আটক করতে সক্ষম হলেও পালিয়ে যায় মূলহোতা উজ্জল প্রধান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারায়ণগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ