Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শেষ হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ৮:১৭ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আমরা একটি যৌথ সভা করেছি, আমরা আলাপ আলোচনা করছি, অবস্থা পর্যবেক্ষণ করছি, বিশেষজ্ঞদের সাথে কথা বলছি। আগামী এক মাসের মধ্যে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের (যাদের বয়স ১৮ বছরের বেশি) টিকা দেওয়া শেষ করা যায়। অর্থাৎ আমরা অক্টোবরের মাঝামাঝি বা পরে আশা করছি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে পারব।

শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে মিডিয়া সেন্টারে ‘বঙ্গমাতার জীবনাদর্শ, অনুপ্রেরণা ও আত্মত্যাগ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্কুল খোলার বিষয়ে তিনি বলেন, বিজ্ঞানসম্মতভাবে বলা হয় আক্রান্ত শতকরা ৫ ভাগ বা তার নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায়। কিন্তু আমাদের এখানে অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং আমাদের শিক্ষার্থীরা অধিকাংশই তাদের বাড়িতেও স্বল্পপরিসরে অনেকের সঙ্গেই বসবাস করছেন। আর দীর্ঘদিন বন্ধ আছে, তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়টিসহ নানা রকম সমস্যা তো রয়েছেই। সকালে শিক্ষামন্ত্রীকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের বাউবি’র ভিসি অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। এ সময় প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মুহা. শফিকুল আলম উপস্থিত ছিলেন।

বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো: আবুল কাসেম শিখদার জানান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মিডিয়া সেন্টারের স্টুডিওতে ধারণকৃত অনুষ্ঠানটি সংসদ টিভি ছাড়াও বাউবি ওয়েব টিভি, ওপেন টিভি ও সোশ্যাল নেটওয়ার্কিং এ প্রচার হবে। আলোচনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন অংশ নেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ও উপস্থাপক আরিফা রহমান রুমা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেখ রাসেল চত্বরে ঔষধি গাছের চারা রোপণ করেন।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ২৭ আগস্ট, ২০২১, ৯:৩৩ পিএম says : 0
    জরুরি ইউনিভার্সিটি খুলে দিন,একটি মেডিকেল করে ইউনিভার্সিটি গুলোতে যাইয়া টিকা প্রদান করুন ,সংক্ষেপ হবে ,আপনাদের মহাসচিব কাদেরের যুক্তিতে ইউনিভার্সিটি বন্ধ রাখবেন,মহাসচিব ভয় করতেছে ইউনিভার্সিটি খুললেই সরকারের পতন হবে,এখন আপনাদের ক্ষমতার জন্য কি জনগণের ছেলে মেয়েদের মেরে ফেলবেন,আপনাদের ভয় কি জন্য,ছাত্র ছাত্রীদের ভয় কি জন্য,ওবায়দুল কাদের আরো বলেছেন আওয়ামী ছাত্র লীগ যেন পসতুত থাকে,এখন কি ইউনিভার্সিটি খেলার পর ছাত্র ছাত্রীদের রণক্ষেত্রে পরিকল্পনা আছে...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ