Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাছের সাথে শত্রুতা

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ১১:৩৭ পিএম

খাগড়াছড়ির রামগড় উপজেলার কৃষক আব্দুর রহিমের ১০ একর টিলা জমিতে রোপণকৃত প্রায় দেড় হাজার পেঁপে, মালটা ও আম গাছের বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের দুর্ঘম মাহবুব নগর এলাকার এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মাহবুবনগর এলাকার আব্দুর রহিমের বাগানে এ বৃক্ষ নিধন চালায় স্থানীয় একদল দুর্বৃত্তরা। পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে দাবি করে কৃষক আব্দুর রহিম বলেন, এ ঘটনায় আমার অন্তত ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। ঋণ করে করোনাকালীন সময়ে বাগানটি করেছিলেন বলেও তিনি জানান। এ ঘটনায় রামগড় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান। রামগড় থানা পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র কর জানান, এমন একটি ঘটনা তিনি শুনেছেন। তবে, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাছ

১২ সেপ্টেম্বর, ২০২২
২৩ জুলাই, ২০২২
২৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ