Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

১৫ অক্টোবরের পর বিশ্ববিদ্যালয় খোলা যাবে : শিক্ষামন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ৮:৩৭ পিএম | আপডেট : ৮:৩৮ পিএম, ২৬ আগস্ট, ২০২১

আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়ালি এক বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সদস্যরা অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়, ১৫ অক্টোবরের পর বিশ্ববিদ্যালয় খোলা যাবে বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ অক্টোবর থেকে শর্ত সাপেক্ষে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খোলা যেতে পারে।

তিনি বলেন, এজন্য কোন বিশ্ববিদ্যালয় কতজন শিক্ষক-শিক্ষার্থী টিকা নিয়েছেন তার বিস্তারিত তথ্য ছক আকারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠাতে হবে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। পরে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়। সেই ছুটি এবার ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়লো।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ২৬ আগস্ট, ২০২১, ৯:০৪ পিএম says : 0
    প্রথমে টিকার পয়োজন হবে না,আগে খুলতে হবে পরবতীর্তে সেখানে যাইয়া ইউনিভার্সিটিতে যাইয়া টিকা দিতে পারবে,হিসাব সংক্ষেপে হবে,মাথায় বুদ্ধি করে কাজ করতে হবে।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ দলিলুর রহমান ২৬ আগস্ট, ২০২১, ৯:০৪ পিএম says : 0
    প্রথমে টিকার পয়োজন হবে না,আগে খুলতে হবে পরবতীর্তে সেখানে যাইয়া ইউনিভার্সিটিতে যাইয়া টিকা দিতে পারবে,হিসাব সংক্ষেপে হবে,মাথায় বুদ্ধি করে কাজ করতে হবে।
    Total Reply(0) Reply
  • Md Monir Bhuiyan ২৬ আগস্ট, ২০২১, ৯:১৭ পিএম says : 0
    পড়াশোনার ১২ টা বাজিয়ে দিয়েছেন। যতই বলেন যে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিবেন কিন্তু এটা কখনোই পারবেন না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ