বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত থেকে ২৪টি ভিন্ন প্রজাতির কবুতর ও ৬টি রাজহাঁস আটক করেছে বিজিবি।তবে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সকালে ভারতে পাচারের সময় এগুলো আটক করা হয়। আটক কবুতর ও রাজহাঁসের মুল্য ১৩ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি।
গোগা বিজিবি ক্যাম্পের সুবেদার মো¯তফা কামাল জানান, ভারতে বিপুল সংখ্যক কবুতর ও রাজহাঁস পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা গোগা সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি বিদেশি রাজহাঁস এবং ২৪টি বিদেশি সিরাজি কবুতর উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাচালানীরা। আটক কবুতর ও রাজহাঁস খুলনা ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।
চোরাচালানী সিন্ডিকেট দীর্ঘদিন যাবত গোগা সীমাšত দিয়ে পাখি ,কবুতর ও রাজহাঁস ভারতে পাচার করে আসছে। স্থাণীয় সিন্ডিকেট প্রধানদের আটক করে আইনে আওতায় আনা হলে বন্ধ হবে পাচার। উল্লেখ্য গতকাল একই সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮টি কাকাতুয়া পাখি জব্দ করা হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।