Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইকোর্টে আগাম জামিন পেলেন সাংবাদিক আক্কাস সিকদার

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ৪:৫৪ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি আব্দুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। আক্কাস সিকদারের পক্ষে জামিন আবেদন শুনানি করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’র (এইচআরপিবি) প্রেসিডেন্ট অ্যাডভোকেট মন্জিল মোরসেদ। একই আদালত বরিশাল কোতয়ালী মডেল থানায় দায়ের করা মামলায়ও আক্কাস সিকদারের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৮ জুলাই রাতে ঝালকাঠির এক আওয়ামী লীগনেত্রী সাংবাদিক আক্কাস সিকদারের নামে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরে ৫ আগস্ট বরিশালে আরো একটি ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয় আক্কাস সিকদারের নামে। এ ঘটনায় ১২ আগস্ট জরুরী সভা আহ্বান করে তীব্র নিন্দা জানায় ঝালকাঠি প্রেসক্লাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ