বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও টানা ভারিবর্ষনে কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়ে নি¤œাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। শত শত একর আমনক্ষেত সহ বিভিন্ন উঠতি ফসলের ক্ষেতও তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী এলাকার হাজার হাজার লোক জন বাড়িঘরে পানি ওঠার আশংকায় উৎকন্ঠায় দিনাতিপাত করছেন। বিশেষ করে পুটিমারী কাজলঙ্গা, রাজারভিটা জোড়গাছ, পাত্রখাতা, তেলী পাড়া, বৈলমনদিয়ার খাতা, দক্ষিনখাউরিয়া এলাকায় বাড়িঘরে পানি ওঠায় লোকজন মানবেতর জীবন যাপন করছেন। মাইলডাঙ্গা,পেদিখাওয়া, চাচলারবিল, হন্নেরন্দ ও মাগুরারবিলের আমন ক্ষেত সহ উঠতি ফসল পানির নিচে তলিয়ে গেছে। পাউবো জানায়, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদে চিলমারী পয়েন্টে ১২ সেঃ মিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রনয় বিশান দাস জানান, ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় ৭শ হেক্টর আমন ক্ষেত তলিয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।