বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার প্রতিবাদে রাজপথে নেমেছে এমসি কলেজের শিক্ষার্থীরা। হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এমসি কলেজে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে এমসি কলেজ সংলগ্ন টিলাগড়ে সিলেট-তামাবিল সড়কে দু’টি প্রাইভেট কারসহ ৭টি গাড়ি ভাঙচুর করা হয়।
সকাল সাড়ে ১১টায় এমসি কলেজ ক্যাম্পাসে হামলাকারী শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, ‘পরীক্ষা শেষে বের হওয়ার পথে কলেজ ক্যাম্পাসে খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ন্যক্কারজনক। এ হামলায় জড়িত সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
এদিকে শিক্ষার্থীদের ভাঙচুরের খবরে এমসি কলেজের প্রিন্সিপাল নিতাই চন্দ্র চন্দ রাস্তায় এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যান।
প্রিন্সিপাল নিতাই চন্দ্র চন্দ বলেন, ‘ছাত্ররা উত্তেজিত হয়ে উঠলে তাদের ধমকে কলেজ ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়। হামলাকারীর কঠোর শাস্তির জন্য প্রশাসনের সঙ্গে কথা বলার আশ্বাস পেয়ে শিক্ষারা ক্যাম্পাসে ফিরে আসে।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, বিক্ষুব্ধ ছাত্ররা কয়েকটি গাড়িতে হামলার চেষ্টা চালিয়েছে। গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।