পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যহারের ঘটনায় কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতকে সতর্ক করলেন হাইকোর্ট। ঘটনার জন্য নি:শর্ত ক্ষমা প্রার্থনার পর আদালত তাকে ক্ষমা ঘোষণা করেন । সেই সঙ্গে তাকে সতর্কও করে দেন। এ বিষয়ে ইতিপূর্বে জারিকৃত রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ উপরোক্ত আদেশ দেন।
আদালতে এসপি তানভীরের পক্ষে শুনানি করেন এডভোকেট মুন্সি মনিরুজ্জামান। মহসিন হাসানের পক্ষে ছিলেন এডভোকেট ইশরাত হাসান।
মুন্সি মনিরুজ্জামান পুলিশ কর্মকর্তার পক্ষ নিয়ে বলেন, শাস্তি হিসেবে এসপি তানভীরকে ইতোমধ্যে বদলি করা হয়েছে। তাকে বরিশাল মহানগরে ট্রাফিফকের দায়িত্ব দেয়া হয়েছে। আদেশের বিষয়ে এভোকেট ইশরাত হাসান বলেন, আদালতের নির্দেশে আগেই আমার ক্লায়েন্ট প্রিসাইডিং অফিসার শাহজাহান আলীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে এসপি তানভীর আরাফাতকে ভবিষ্যতে সতর্ক থাকতে বলেছেন আদালত।
এর আগে গত ২৫ জানুয়ারি কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এসপি এস এম তানভীর আরাফাত। ওইদিন তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হয়। পরে ঘটনার রেশ ধরে ফেব্রুয়ারি মাসে এস এম তানভীর আরাফাতকে এসপি পদ মর্যাদায় বরিশালে বদলি করা হয়। আদালতে ক্ষমার আবেদনে এস এম তানভীর আরাফাত উল্লেখ করেন, আমি ম্যাজিস্ট্রেটকে চিনতে পারিনি। তাই এমন অনিচ্ছাকৃত ভুল হয়েছে। ভবিষ্যতে তিনি দায়িত্ব পালনে আরও সতর্ক হবেন। এ ধরণের ভুল আর কখনও হবে না বলেও আবেদনে প্রতিশ্রুতি দেন তিনি। তিনি বলেন, বিচার বিভাগের জন্য আমার মনে সর্বোচ্চ সম্মান রয়েছে। কোনো অবস্থাতেই বিন্দুমাত্র অসম্মান দেখানোর কথা দূরে থাক, বিচার বিভাগের দেয়া কাজে নিয়োজিত হতে পারলে নিজেকে সম্মানিত বোধ করি। গত ২০ জানুয়ারি কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহারের ব্যাখ্যা দিতে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে তলব করেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না- এই মর্মে ব্যাখ্যা চান আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।