Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে নয়নকে ক্রসফায়ারে হত্যার পর নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছ : যুবদলের

প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সাভার পৌর যুব দলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়নকে ক্রসফায়ারে হত্যার পর সেখানে নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী যুব দল। সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুব দলের কেন্দ্রীয় কমিটির এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদ এই অভিযোগ করেন।

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে পুলিশ শাহ আলম নয়নকে গ্রেপ্তার করে তাকে ক্রসফায়ারে হত্যা করার পর থেকে পরিবারের সদস্যদের হুমকি দেয়া হচ্ছে তারা যেন কোনো কথা না বলে। সাভারে যুব দলের নেতা-কর্মীদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে, তারা কেউ বাড়ি-ঘরে থাকতে পারছেন না। আমরা এহেন কর্মকাণ্ডের নিন্দা জানাই। আজকে সংবাদ সম্মেলনে নয়নের পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা ছিলো, তারা ভয়ে আসতে পারেননি।

নয়ন হত্যার প্রতিবাদে যুব দল কেন্দ্রীয়ভাবে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেন আবদুস সালাম আজাদ।

কর্মসূচির মধ্যে আছে- বুধবার ঢাকা জেলার সকল থানা ও পৌরসভায় বিক্ষোভ এবং বৃহস্পতিবার সারাদেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও নেতা-কর্মীদের কালো ব্যাজ ধারণ।

ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম আজাদ অভিযোগ করে বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এই পর্যন্ত যুব দলের ২৪ জন নেতা-কর্মীকে গুম-হত্যা হয়েছে। গত শুক্রবার রাতে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে সাভার পৌর যুব দলের সাংগঠনিক সম্পাদক নয়নকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।আমরা এহেন নির্মম পৈশাচিক হত্যাকাণ্ডের নিন্দা জানাই।

নয়নের রুহের মাগফেরাত কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে যুব দলের সহসভাপতি আব্দুল খালেক, মোরতাজুল করিম বাদরু, মীর রবিউল ইসলাম লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আকম মোজাম্মেল হক, কেন্দ্রীয় নেতা কাজী রফিক, সামসুজ্জামান সরুজ, কামরুজ্জামান দুলাল, ঢাকা জেলা যুব দলের আহবায়ক নাজিমউদ্দিন, ওয়ালিদ খান ও গিয়াসউদ্দিন মামুন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ