Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম মোল্যা নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম মোল্যা মাগুরা সদর উপজেলার কাঁশিনাথপুর গ্রামের মৃত ছিরু মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে কাঁশিনাথপুর চারাবটতলা মসজিদে ফজর নামাজ শেষে হাঁটতে বের হয় ইব্রাহিম। এ সময় ঝিনাইদহগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে সেখানেই তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাকচালককে এলাকাবাসী ধাওয়া দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মাগুরা থানায় মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ