Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়েলিটি শো’র বিচারকের আসনে ডলি সায়ন্থনী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ডলি সায়ন্থনীকে এখন গানে খুব কম পাওয়া যায়। মাঝে মাঝে গান প্রকাশ করেন। তবে এবার সঙ্গীতবিষয়ক একটি রিয়েলিটি শো’র বিচারক হিসেবে দর্শকের সামনে আসছেন তিনি। দেশ টিভিতে অনুষ্ঠানটি প্রচার হবে। ডলি বলেন, প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শো’র বিচারকের আসনে বসেছি। অনুষ্ঠানটির প্রস্তাব পাওয়ার পর কিছুটা দ্বিধায় ছিলাম। যখন জানলাম, এখানে পার্থ মজুমদার, মিলন ভট্টাচার্যের মতো সিনিয়র মানুষ আছেন তখন কাজটি করার সিদ্ধান্ত নেই। এই শোতে না এলে জানতে পারতাম না আমাদের দেশে কত প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিভিন্ন জেলার প্রতিযোগীদের পাচ্ছি। যারা অনেক ভালো গান করে। বেশিরভাগ প্রতিযোগী ফোক গানের। মনে হয়েছে আমাদের মানুষ এখনো শিকড়কে ভোলেনি। এর বাইরে অন্য গানের প্রতিযোগীরাও দারুণ করছে। ডলি জানান, নতুন গান নিয়ে কাজ করা শুরু করেছেন। আগামী মাসে তার নিজের চ্যানেলে নতুন একটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ