প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অনেক দিন পর বিজ্ঞাপনে মডেল হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। সম্প্রতি একটি কোমল পানীয়র বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। তমা বলেন, আমি বরাবরই মানসম্মত কাজ করতে পছন্দ করি। এই বিজ্ঞাপনটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। কাজ করে বেশ ভালো লেগেছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে। ভালো পণ্যের বিজ্ঞাপন পেলে নিয়মিত মডেলিং করার ইচ্ছা আছে। এদিকে মাহমুদ হাসান শিকদারের পরিচালনায় ‘আনন্দী’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তমা। শিঘ্রই এটি প্রচারে আসবে। এছাড়া শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘ফ্রম বাংলাদেশ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন। আরিফুর রহমানের পরিচালনাধীন ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ এবং শাহরিয়ার নাজিম জয়ের ‘পাপকাহিনী’ সিনেমার কাজও করছেন। অভিনয়ের পাশাপাশি একজন নাটক প্রযোজনা করারও ঘোষণা দিয়েছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।