প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নেটফ্লিক্স জনপ্রিয় সিরিজ ‘নেভার হ্যাভ আই এভার’-এর তৃতীয় সিজন নির্মাণ নিশ্চিত করেছে। মিন্ডি ক্যালিং এবং ল্যাং ফিশার সৃষ্ট এই সিরিজে মৈত্রেয়ী রামাকৃষ্ণন কিশোরী দেবী বিশ্বকুমারের ভূমিকায় অভিনয় করেছেন। দেবী এক দিকে স্কুলে তার প্রেমিককে পাবার চেষ্টা করছে অন্যদিকে তার সদ্য পরলোকগত বাবার শোক সামলাচ্ছে। ক্যালিং ও ফিশার এক যুক্ত বিবৃতিতে ভ্যারাইটি সাময়িকীকে বলেছেন, ‘আমাদের কাহিনী অব্যাহত রাখার সুযোগ করে দেয়ার জন্য আমরা নেটফ্লিক্স আর ইউনিভার্সাল টিভির, এবং আমাদের ভক্ত দর্শকদের প্রতি কৃতজ্ঞ যারা দুর্বিনীত ভারতীয় টিনএজারদের আরও কাজ দেখতে চায়।’ গত জুলাইতে সিরিজের দ্বিতীয় সিজন প্রচারিত হয়েছে। এতে দেবী ছেলেদের নিয়ে সমস্যার মুখোমুখি হয়, এছাড়া তাকে কৈশোরের মরিয়া ভাব আর নবাগত এক ভারতীয় শিক্ষার্থীর মোকাবেলা করতে হয়। দুই কিশোর প্যাক্স টন (ড্যারেন বার্নেট) এবং বেন (জেরেন লিউইসন) থেকে একজনকে বেছে নেয়া থেকে সে দুজনের সঙ্গেই সম্পর্ক বজায় রাখে। সিরিজে আরও অভিনয় করেছেন পূর্ণা জগন্নাথন, রিচা মুর্জানি, লি রজরিগেজ, রামোনা ইয়াং। সাবেক টেনিস তারকা জন ম্যাকেনরো এতে ভাষ্যকারের ভূমিকা পালন করেছেন। ইউনিভার্সাল স্টুডিও গ্রুপের ইউনিভার্সাল টেলিভিশন সিরিজটি প্রযোজনা করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।