রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঢাকার কেরানীগঞ্জে মাদক বেচাকিনার জেরে দুই পক্ষের সংঘর্ষে ইয়াসিন (৪০) নামে এক ভ্যানচালককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার পরেই পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। গত সোমবার রাত ১০টার উপজেলার জিনজিরা এলাকায় ফ্যামিলি শপিংমল মার্কেটের সামনে এ হত্যার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানায়, ফ্যামিলি শপিংমলের সামনে কিছু লোক ধস্তাধস্তি করছিল। হঠাৎ তাদের মধ্যে একজনের পেটে ছুরিকাঘাত করে কিছু লোক পালিয়ে যায়। ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। কেরানীগঞ্জ মডেল থানার ওসি আব্দুস সালাম মিয়া জানান, নিহত ইয়াসিন মাদক বিক্রি ও ডাকাতির কাজের সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তাদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। হত্যার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। জানা যায়, নিহত ইয়াসিন নজরগঞ্জ এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন ধরে নজরগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।