রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ইন্দুরকানীতে নিখোঁজ কিশোরীকে ৩ মাস ৮ দিন পর উদ্ধার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত মে মাসের ১৬ তারিখে চরনী পত্তাশী গ্রামের মাহাবুল আলমের মেয়ে আকলিমা আক্তার (১৬) বাড়ি থেকে বাজারে গিয়ে নিখোঁজ হয়। পরে তার স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওইদিন বিকালে ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরি করে।
ডায়েরির সূত্র ধরে ইন্দুরকানী থানা পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তীতে পুলিশ জানতে পারে যে, সে চট্টগ্রামে আছে। পরে পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতে তাকে চট্টগ্রাম থেকে উদ্ধার করে ইন্দুরকানী থানায় নিয়ে আসে। ইন্দুরকানী থানার ওসি মো. হুমায়ূন কবির জানান, নিখোঁজ হওয়া কিশোরীকে উদ্ধার করা হয়েছে। তবে, কিভাবে সে নিখোঁজ হয়েছিল তা জানার জন্য ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।