রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
করোনা রোগীদের চিকিৎসার সুবিধার্থে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে মীর সিমেন্ট কর্তৃপক্ষের ৭০টি অক্সিজেন সিলিন্ডার ও ১ হাজার মাস্ক সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাবা-ই জাহির আনুষ্ঠানিকভাবে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম একসাথে অক্সিজেন সিলিন্ডারগুলো ও এন-৯৫ মাস্ক হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, মাগুরার পুলিশ সুপার জহিরুল ইসলাম, মীর গ্রুপের ব্যবস্থ্যাপনা পরিচালক নাবা-ই জাহির, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, মীর গ্রুপের রিলেশন কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রাপ্ত অক্সিজেন সিলিন্ডারগুলোর মধ্যে ৪টি উপজেলার প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে ১০টি করে ও সদর হাসপাতালে ৩০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।