Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ দোকান পুড়ে ছাই

ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

পিরোজপুরের ইন্দুরকানীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের খেজুরতলা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে হেমায়েত হোসেন গাজীর কাপড় ও জুতার ২টি দোকান, শহিদুল ইসলাম ও খোকন হাওলাদারের মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ওই রাতে হেমায়েত গাজীর কাপড়ের দোকান থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগুনের সূত্রপাত ঘটেছে। স্থানীয়রা জানান, ওই বাজারের ব্রিজটি ভাঙা থাকায় ফায়ার সার্ভিস চেষ্টা করেও ঢুকতে পারেনি। ওই ইউনিয়নের চেয়ারম্যান হাওলাদার মো. মোয়াজ্জেম হোসেন জানান, অগ্নিকান্ডের ঘটনায় খেজুরতলা বাজারের ৪টি দোকান পুড়োটাই পুড়ে গেছে।
এতে ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ