বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ শাজাহানকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে আবু তাহের নামে একজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ -সিআইডি। সংস্থাটি বলছে, গ্রেফতারকৃত এই যুবক এর আগে ২০১৫ সালেও কক্সবাজারে টুরিস্ট পুলিশের উপর হামলা চালিয়ে ছুরিকাঘাতে এক পুলিশ সদস্যকে হত্যা করেছে।
সোমবার (২৩ আগস্ট) সাভারের তেতুলঝড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৪ আগস্ট) মালিবাগ সিআইডি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
তিনি বলেন, মাদক ব্যবসা ও সেবনকে কেন্দ্র করে শাহজাহানকে (১৬ আগস্ট) ছুরিকাঘাত করেন আবু তাহের। পরবর্তী সময়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযুক্ত আবু তাহেরকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আরও কয়েক আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
আবু তাহের ৩ মাস আগে পুলিশ সদস্য খুনের মামলায় ও ডাকাতির মামলায় জামিনে মুক্তি পান। আগের মামলায় কারাভোগের পর জামিনে বের হয়ে আবার আবু তাহের নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে জানান বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। তিনি বলেন, মাদক সেবন ও বেচাকেনার কারণে বিভিন্ন সময় অনেকের সাথে দ্বন্দ্বে লিপ্ত হতেন তিনি।
গ্রেফতারকৃত আসামি এর আগেও বেশ কয়েকটি হত্যা এবং ডাকাতি মামলার আসামি উল্লেখ করে মুক্তা ধর বলেন, পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছেন তিনি। ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় টুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ হোসেন তাকে বাধা দিলে ছুরিকাঘাত করেন। পরে পারভেজকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।