Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংগীত অবমাননা : বগুড়ায় আটক ৫ টিকটকার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১:৪৯ পিএম | আপডেট : ১:৫৯ পিএম, ২৪ আগস্ট, ২০২১

জাতীয় সংগীতের অবমাননা করে টিকটক ভিডিও নির্মান করার অভিযোগে বগুড়ায় ৫ জনকে আটক করেছে আইন শৃংখলা বাহিনী।
সোমবার দিবাগত রাতে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলো মিশকাত হোসেন, নূর-ই-ইসলাম আ‌লিফ, মে‌হেদী হাসান অন্তর, আ‌লিফ আহ‌মেদ সুজন, আ‌রিফ আলী। এরা সবাই বগুড়া সদরের বাসিন্দা। মঙ্গলবার সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেইজে এআই‌জি (মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বিকৃত ও ব্যঙ্গ করে টিকটক ভিডিও তৈরি করে কিছু যুবক। ভিডিওটি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর দৃষ্টিতে আসলে বগুড়া সদর থানার ওসি সে‌লিম রেজাকে পাঠিয়ে সংশ্লিষ্ট যুবকদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়৷ বার্তা পেয়ে সদর থানা পুলিশ সোমবার দিবাগত রাতে পাঁচ যুবককে আটক করে৷
সদর থানার ওসি সেলিম রেজা জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী আটক যুবকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ