Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতফেরত যাত্রীদের শর্ত শিথিল

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ফেরত যাত্রীদের জন্য শর্ত শিথিল করেছে সরকার। চার ক্যাটাগরির বাংলাদেশী যাত্রীদের ক্ষেত্রে শর্ত শিথিল করে একটি নির্দেশনা রোববার বেনাপোল ইমিগ্রেশনে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রক) প্রফেসর নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। পরিপত্রে বলা হয়, ক্যান্সার এবং কিডনি আক্রান্ত কোন রোগী কিংবা গর্ভবতী মহিলা এবং দুই ডোজ টিকা গ্রহণকারী পাসপোর্টধারী যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দিয়ে সংশ্লিষ্টদের হোম আইসোলেশন নিশ্চিত করতে হবে।

তবে এক ডোজ টিকা গ্রহণকারী ব্যাক্তিদের ক্ষেত্রে পূর্বের নির্দেশনা অনুযায়ী নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশে ফেরার ক্ষেত্রে প্রত্যেক যাত্রীকে কোলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে দেশে ফেরার ছাড়পত্র এবং ৭২ ঘন্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সনদ আনতে হবে। আগের নিয়মানুযায়ী ভারত ফেরত প্রত্যেক যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হতো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ