পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সোনালী ব্যাংক লিমিটেড এর ১৪তম বার্ষিক সাধারণ সভা সোমবার (২৩ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও সোনালী ব্যাংকের পরিচালক এবিএম রুহুল আজাদ, অর্থ সচিব মহোদয়ের প্রতিনিধি হিসেবে যুগ্মসচিব কামরুন নাহার সিদ্দীকা, পরিচালনা পরিষদের পরিচালক এবং শেয়ার হোল্ডারবৃন্দ যথাক্রমে এ কে এম কামরুল ইসলাম এফসিএ এফসিএস, ইশতিয়াক আহমেদ চৌধুরী, ড. দৌলতুন্নাহার খানম, মো. মোফাজ্জল হোসেন, মোল্লা আবদুল ওয়াদুদ, প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান এবং কোম্পানি সেক্রেটারি তাওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় ১৩তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, ২০২০ সালের অর্থিক বিবরণী ও পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগের অনুমোদনসহ ব্যাংকের সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।