Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানির নিচে সড়ক

কাজী মো. ইউনুছ, কমলনগর (লক্ষীপুর) থেকে | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

লক্ষীপুরের কমলনগরে একটি সড়ক গত তিন সপ্তাহ ধরে পানিতে তলিয়ে রয়েছে। উপজেলার চরপাগলা এলাকার দোপাড়া সড়কের একটি অংশ পাশের পুকুরে দেবে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে করে এলাকাবাসীসহ সড়কে চলাচলকারী পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প কোনো সড়ক না থাকায় প্রতিদিন হাঁটু সমান পানি মাড়িয়ে সড়কটি দিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদের।

জানা যায়, উপজেলার তোরাবগঞ্জ ও চরকাদিরা ইউনিয়ন দুটির সীমান্তবর্তী দোপাড়া সড়কটি পাঁচ যুগের পুরোনো। এক দশক আগে এটি ইটের সলিং করা হয়। চরলরেন্স-ফজুমিয়ারহাট সড়ক থেকে উত্তর দিকে চরপাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটারের এ সড়কের বিভিন্নস্থানে ইট উঠে গিয়ে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়। সম্প্রতি সেই সমস্যার সঙ্গে নতুন করে যুক্ত হয় পানিবদ্ধতার দুর্ভোগ। সড়কটির দক্ষিণ দিকের একটি অংশ ভেঙে পাশের পুকুরে দেবে যায়। এতে বৃষ্টির পানি জমে সড়কটিও পুকুরের মতো রূপ নিয়েছে। সড়কটি রক্ষায় গত অর্থবছরে ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে পুকুরপাড়ে গাইডওয়াল নির্মাণ করা হয়েছিল। কিন্তু কাজ হয়নি। বৃষ্টির পানির চাপে মাটি দেবে যাওয়ায় তিন সপ্তাহ ধরে সড়কটি পানিতে তলিয়ে রয়েছে। এতে হাঁটুপানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।

এলাকার বাসিন্দা ফয়েজ আহম্মেদ, মাকছুদুর রহমান ও আব্দুর রহিম জানান, সড়কটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে ছাত্রছাত্রীরা স্কুল-কলেজে যাওয়ার পাশাপাশি অসংখ্য পথচারী প্রতিদিন যাতায়াত করে। এখন হাঁটুপানি জমে থাকায় চলাচল করতে তাদের অনেক কষ্ট হয়। সমস্যাটি দ্রæত সমাধানে সংশ্নিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা জোর দাবি জানান। চরবসু এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিক জানান, বাড়ি থেকে বিদ্যালয় ও স্থানীয় ফজুমিয়ারহাট বাজার অথবা উপজেলা সদরসহ অন্য কোথাও যেতে হলে ওই সড়কটিই তাদের ব্যবহার করতে হয়। বিকল্প কোনো সড়ক না থাকায় প্রতিদিন হাঁটুপানি মাড়িয়ে তারা সড়কটি দিয়ে যাতায়াত করছেন। তোরাবগঞ্জ ইউপি চেয়ার‌্যান মীর্জা আশ্রাফুল জামান রাসেল জানান, পানিবদ্ধতার কারণে সড়কটি দিয়ে যাতায়াতে দুর্ভোগের বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন। সমস্যাটি সমাধানে খুব শিগগিরই উদ্যোগ নেয়া হবে।

এ বিষয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর জানান, আগামী বরাদ্দ থেকে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, কামরুজ্জামান জানান, সড়কটির দুর্দশা সম্পর্কে অবহিত আছি। শিগগিরই সংস্কারের আওতায় আনা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ