Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহবধূকে সাপ দিয়ে নির্যাতন : গ্রেফতার ২

মো. ওমর ফারুক, ফেনী থেকে | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

ফেনীর পরশুরামে পৈশাচিক কায়দায় প্রবাসীর স্ত্রীকে ঝাড়ফুক নামে সাপ দিয়ে নির্যাতনের ঘটনার ননদ ও তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ফুলগাজী থানা পুলিশ।

জানা যায়, ৫ বছর আগে ফুলগাজীর খালেদা ইসলাম অমির সাথে পারিবারিকভাবে বিয়ে হয় পরশুরাম উপজেলার সাঁতকুচিয়া গ্রামের চৌধুরী বাড়ির আবুল হাসেমের ছেলে স্পেন প্রবাসী লিখন আহমেদের সাথে। বিয়ের পর থেকে লিখনের মা, ভাই-বোন ও ভগ্নিপতি মিলে খালেদাকে যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন করে আসছিল।

খালেদার মা শাহেন আরা বেগম জানান, গত ৭ আগস্ট রাতে খালেদাকে বিষধর সাপে কাটে। খালেদা মৃত্যুর যন্ত্রণায় চটপট করলেও তাকে কোনো চিকিৎসা দেয়া হয়নি। পরদিন বিকালে পাশের এলাকার একজন সাপুড়ে এনে পুনরায় সাপ দিয়ে আমার মেয়েকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। নির্যাতনের ভিডিও ও ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আমি দ্রুত মেয়ের স্বামীর বাড়ি থেকে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকের পরামর্শ মতো খালেদাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৮ দিন চিকিৎসা নেয়ার পর খালেদাকে স্বামীর বাড়িতে না দিয়ে আমার ফুলগাজীর বাড়িতে নিয়ে আসি। গৃহবধূর মা আরা জানান, সাপে কাটার পর চিকিৎসা না পাওয়ায় আমার মেয়ে বোবা হয়ে গেছে। আমার মেয়ে এখন কোনো কথা বলতে পারছে না। খালেদাকে বাড়িতে নিয়ে আসার খবর পেয়ে লিখনের মাসহ আরও কয়েকজন আমাদের বাড়িতে এসে আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আমরা বাধা দেই। এতে তারা ক্ষুব্ধ হয়ে আমাদের বাড়িতে হামলা করে। এ বিষয়ে আমি ফুলগাজী থানায় মামলা করেছি।

ফুলগাজী থানার ওসি এএনএম নুরুজ্জামান জানান, গৃহবধূ নির্যাতনের ঘটনায় পুলিশ চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে আসামি হাসিনা আক্তার ও আবুল কাশেমকে গ্রেফতার করেছে। তারা দুজন স্বামী-স্ত্রী। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ