Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসিম সাহসিকতায় দেশ এগিয়ে যাচ্ছে -মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ৫:৪৮ পিএম

মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো নিজের নিজের কথা না ভেবে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের পাশাপাশি সবসময় মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। দেশে আজ বড় বড় নানান উন্নয়নমুলক কাজ চলমান।

তিনি গতকাল রোববার নেছারাবাদ উপজেলায় পিরোজপুর জেলা পরিষদের চার তলা বিশিষ্ট ডাকবাংলো নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থান কালে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বৈষ্যিক মহামারী করোনার প্রভাবে যখন বিশ্বের সর্বত্রই উন্নয়ন কার্যক্রম স্থবির। সেখানে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে পর এক উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার এই অসিম সাহসিকতার কারনে দেশ আজ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের মহাসড়কে ধাবিত হয়েছে। একমাত্র আমাদের নেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের সুফলে আজ আমরা বিদেশী রাষ্ট্রকে ঋন দিতে পারছি। ভূমিহীন গৃহহীনদের ঘর জমি দেয়া হচ্ছে। তাই সর্বদা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নেতৃত্ব অব্যাহত থাকলে অদুরভবিষ্যতে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিশ্বের উন্নত দেশের সাথে পাল্লা দিয়ে চলতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি গ্রামের ডাকবাংলোর জন্য নির্ধারিত স্থানে ওই সমাবেশে অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তৃতা করেন বিশেষ অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক আবু অলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. সাইদুর রহমানর বিপিএম, নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এসএম ফুয়াদ, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সাবেক উপজেলা চেযারম্যান, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস এম মুইদুল ইসলাম প্রমুখ।

সব শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ছারছীনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ শরাফত আলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ