Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীমণির মুক্তির দাবিতে শিল্পী-নির্মাতাদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

মাদকের মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমণির জন্য ন্যায়বিচার চেয়ে এক মানববন্ধনে শামিল হলেন চলচ্চিত্র ও টিভি নাটকের নির্মাতা, অভিনয় শিল্পীরা। গতকাল শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘পরীমণির জন্য ন্যায়বিচার চাই’ ব্যানারে এক সমাবেশে দাঁড়ান চলচ্চিত্র ও টিভি নাটকের নির্মাতা, অভিনয় শিল্পী, চিত্রনাট্যকারসহ নানাজন।

এর আগে গত ৪ অগাস্ট ঢাকার বনানীর বাসায় র‌্যাব অভিযান চালিয়ে পরীমণিকে গ্রেফতারের পর তাকে তিন দফায় রিমান্ড শেষে শনিবার কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। তখন শিল্পী সমিতি ঘটা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিমণির সদস্য পদ স্থগিত করে।

পরীমণিকে গ্রেফতারের পর শিল্পী-নির্মাতাদের মধ্যে কেউ কেউ তার ন্যায়বিচার চেয়ে ফেইসবুকে সোচ্চার থাকলেও রাজপথে দেখা যায়নি। শিল্পী-নির্মাতাদের একাংশের তরফ থেকে প্রথমবারের মতো ‘শিল্পীর পাশে’ প্লাটফর্মের আয়োজনে ন্যায়বিচারের দাবি নিয়ে এলেন অনেকে।

গতকাল তৃতীয় দফা রিমান্ড শেষে জামিন আবেদন না করায় আদালতেই আইনজীবীদের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি বলেছেন, আপনারা (আইনজীবী) জামিন চান না কেন? আমি তো পাগল হয়ে যাচ্ছি।
সমাবেশে নাট্যশিল্পী আবুল কালাম আজাদ বলেন, দেশে লুটপাট ও বিচারহীনতার সংস্কৃতি চলছে। তার বিপরীতে একটা লোককে পাওয়া গেছে যাকে সব ধরনের নির্যাতন চালানো যেতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো উপাদান হচ্ছে নারী। সে যদি মডেল কিংবা অভিনেত্রী হয় সেটা আরও ভালো। সেই সুযোগটাই যেন প্রশাসন নিচ্ছে। সেই প্রশাসনের অন্তরালে কারা আছেন, আমি জানি না। আমি নিশ্চিত ভীষণ শক্তিশালী একটি পক্ষ আছে যারা এগুলো করাচ্ছে। এটা ভীষণভাবে অমানবিক একটি প্রক্রিয়া।

‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের নায়িকা পরীমণির জন্য ন্যায়বিচার চাইতে সমাবেশে আসেন সেই সিনেমার নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। তিনি বলেন, পরীমণির গ্রেফতার প্রক্রিয়া থেকে শুরুর করে তিন বার রিমান্ডে নেওয়া, একই সঙ্গে মিডিয়া ট্রায়ালে জন্য উস্কে দেওয়া-এটাই তো বেআইনি কাজ। আইনের রক্ষক যারা তারাই তো আইন ভেঙেছেন, তাদের কী হবে? আমরা আইনের শাসন চাই। সাংবিধানিক অধিকারের সুরক্ষা চাই। পরীমণি একজন অভিনয় শিল্পী, একই সঙ্গে বাংলোদেশের নাগরিক। তার আটক প্রক্রিয়া যদি বেআইনি হয় সবার আগেই তো তার জামিন হওয়ার কথা। আমরা পরীমণির জামিন চাই। আইন সবার জন্য সমান হোক।
শিল্পী ঝুনা চৌধুরী বলেন, পরীমণির বিষয়টি নিয়ে খুব অবাক লাগে। সে বিশ্বের কতবড় একজন মাফিয়া! তাকে ধরতে একটি এলিট ফোর্সকে বিশালভাবে তার বাড়িতে যেতে হয়েছিল। তাকে বললেই সে থানায় কিংবা ডিবি অফিসে যেতে পারতেন। চয়নিকা চৌধুরীও তার বক্তব্যে বলেছেন, তাকে বললেই তিনি যেতেন। যে কোনো শিল্পীর প্রতি অবিচার ও অনাচারের বিরুদ্ধে সোচ্চার থাকব। দুয়েকদিনের মধ্যেই যদি পরিস্কার ধারণা না পাই তাহলে আমরা রাজপথে থেকেই সংগ্রামের মাধ্যমে এর একটা সুরাহা করব।

সমাবেশে শিল্পী-নির্মাতাদের মধ্যে মোহাম্মদ বারী, নোমান রবিন, গাজী মাহবুব, শহিদ উন নবী, অপরাজিতা সঙ্গীতাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

শনিবার শাহবাগে বিক্ষুব্ধ নাগরিকজনের ব্যানারে পরীমণির পক্ষে আরেকটি মানববন্ধন আয়োজনের কথা ছিল তবে পরে তা স্থগিত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীমণি

১১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ