রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পানির প্রবল স্রোতে মানিকগঞ্জের হরিরামপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর গ্রামে নির্মিত কাঠের সেতুর গোড়ার মাটি ধসে পড়ে গেছে। গত কয়েক দিনে বর্ষার পানি বৃদ্ধি পাওয়ায় এবং প্রবল স্রোতের কারণে সংযোগ সেতুর গোড়ার মাটি ধসে গেছে বলে জানা যায়।
বাহিরচর গ্রামের আবুল বাসার সবুজ জানান, বকচর, জগন্নাথপুর ও বাহিরচর দক্ষিণপাড়ার হাজারো মানুষ এ কাঠের সেতু দিয়ে যাতায়াত করে। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান সেতুর সংযোগ স্থলে বালু মাটি দিয়ে ভরাট করায় পানির স্রোতেই সংযোগ সড়কের মাটি ধসে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। বকচর গ্রামের বাসিন্দা মো. মাসুদুর রহমান জানান, গত কয়েক দিনের ভারি বর্ষণ এবং বর্ষার পানির তোড়ে সংযোগ সেতুর গোড়ার মাটি ধসে পরে গেছে। আমরা গ্রামবাসী গোড়ায় মাটি দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। দ্রæত বালুর বস্তা ফেলা না হলে তিনটি গ্রামের মানুষ যাতায়াতে দুর্ভোগে পরবে। উপজেলা প্রশাসনের কাছে বালুর বস্তা হোক আর যেভাবেই হোক সেতুর গোড়ার মাটি ভরাটের দাবি জানান তিনি।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে কাঠের সেতু নির্মাণ করা হলেও নির্মাণকারী প্রতিষ্ঠান সেতুর গোড়ায় বালু দিয়ে ভরাট করেছে। মাটি দিয়ে অথবা বালুর বস্তা দিয়ে সেতুর গোড়া ভরাট করলে এমন ঘটনা ঘটতো না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।