Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ এমপির রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি। স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসেডিয়াম সদস্য ফখরুল ইমামর পক্ষে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের আয়োজনে গত শুক্রবার বাদ আসর দলীয় কার্যালয়ে ওই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও বেগম রওশন এরশাদের রোগমুক্তি কামনার পাশাপাশি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মরহুম এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খাঁন সুরুজ, সহ-সভাপতি আনোয়ার হাসান খাঁন সেলিম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ