Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

৪১ দিন জামাতে নামাজ পড়ায় ৭ কিশোর পুরস্কৃত

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

চট্টগ্রামের আনোয়ারায় ৪১ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৭ কিশোরকে সাইকেল ও জায়নামাজ পুরস্কার দিয়েছে মসজিদ কমিটি। গতকাল শুক্রবার জুমার নামাজের পর ব্যতিক্রমী এ পুরস্কারের আয়োজন করেন উপজেলার বারখাইন ইউনিয়নের ঝি.বা.শি গ্রামের হযরত আবু বকর ছিদ্দিক (রহ.) জামে মসজিদ পরিচালনা কমিটি। এছাড়া ১৪ কিশোরকে একটি করে টেবিল ফ্যান ও জায়নামাজ দেন তারা। ১২ থেকে ১৮ বছর বয়সি ২১ কিশোরকে পুরস্কার তুলে দেন অতিথিরা। মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও আয়োজকদের প্রধান সমন্বয়ক মুহাম্মদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাছির মোহাম্মদ অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রিন্সিপ্যাল মুহাম্মদ নুরুল হুদা মনসুরী। মুহাম্মদ খোরশেদ আলমের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক মুহাম্মদ আবু জাহের চৌধুরী, মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় অনুষ্ঠানের সভাপতি মুহাম্মদ হাফিজ উদ্দিন বলেন, হযরত আবু বকর ছিদ্দিক (রহ.) জামে মসজিদ এক বছর জামাতে কোনো কিশোর নামাজ আদায় করলে তাকে বিনা খরচে ওমরা হজ্ব পালনের ব্যবস্থা দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ