বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মণিরামপুরে উমামা খাতুন (১৫) নামে এক মাদরাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।
শনিবার (২১ আগস্ট) সকালে বাড়ির দোতলার একটি কক্ষ থেকে স্বজনরা তার লাশ উদ্ধার করেন। উমামা ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে বলে দাবি স্বজনদের।
উমামা উপজেলার সুন্দলপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। সে মশ্মিমনগর ইউনিয়নের পারখাজুরা এলাকায় একটি কওমি মাদরাসার ছাত্রী ছিল।
ওই ছাত্রীর চাচাতো ভাই আবু তালেব বলেন, সকালে মায়ের সাথে মাদরাসায় যাওয়ার জন্য বাড়ির দোতলার একটি কক্ষে ‘গোছগাছ’ করতে যায় উমামা। আসতে দেরি হওয়ায় বাড়ির লোকজন ওপরে গিয়ে উমামাকে ঝুলতে দেখেন। দ্রুত উদ্ধার করে তাকে মণিরামপুর হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিজানুর রহমান বলেন, ‘আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার গলায় দাগ রয়েছে।’
শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, মাদরাসায় যেতে বলায় মায়ের ওপর অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে।
মণিরামপুর থানার উপ পরিদর্শক সোমেন দাস বলেন, এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।