Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মেহেরপুরে ৫ মাস পর লাশ উত্তোলন

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

মেহেরপুর জেলা সংবাদদাতা : মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর কবরস্থান থেকে ৫ মাস ১০ দিন পর হাসানুজ্জামান মিলন নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএনএ টেস্টের জন্য আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়।
সিআইডি পুলিশ ইনস্পেক্টর হাসান ইমাম জানান, ২৪ এপ্রিল রাতে খুন হন কুয়েত প্রবাসী হাসানুজ্জামান মিলন। পর দিন সকালে গাংনী পৌরসভার ঝিনেরপুল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
পরের দিন নিহতের বাবা আব্দুল মল্লিক বাদী হয়ে চারজনকে আসামি করে গাংনী থানায় হত্যামামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার হন নিহতের স্ত্রী মানছুরা খাতুন, ভাইরা আব্দুর রশিদ, আব্দুর রশিদের স্ত্রী মাছনুয়ারা খাতুন ও তাদের আত্মীয় মোজাম্মেল হক। মামলার অধিকতর তদন্ত ও হত্যাকারীদের শনাক্ত করার জন্য আদালতের নির্দেশে কবর থেকে মিলনের লাশ উত্তোলন করে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ