বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চান্দিনা উপজেলায় পানিতে চুবিয়ে স্ত্রী কামরুন্নাহারকে হত্যার অভিযোগে হান্নান সরকার (৪৮) নামে এক যুবককে আটক করেছে চান্দিনা পুলিশ।
আজ সোমবার সকালে নিহতের ভাই এরশাদ হোসেনের লিখিত অভিযোগে দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে উপজেলার পিপুইয়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
আটক হান্নান সরকার উপজেলার পিপুইয়া গ্রামের শাহজাহান সরকারের ছেলে। তিন সন্তানের জননী নিহত কামরুন্নাহার পার্শ্ববর্তী বড়ইয়াকৃষ্ণপুর গ্রামের আব্দুল আজিজ প্রধানের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হান্নান সরকার তার স্ত্রী কামরুন্নাহারের সঙ্গে নানা অযুহাতে ঝগড়া-বিবাদ সৃষ্টি করছিল। রোববার রাত ১২টার দিকে কামরুন্নাহার স্বামীর সাথে রাগ করে বাবার বাড়ির উদ্দেশে রওনা দেয়। এসময় হান্নানও তার পিছু নিয়ে পিপুইয়া গ্রামের একটি পুকুরপাড়ে তাকে আটক করে এলোপাথাড়ি মারধর করে পুকুরে ফেলে দেয়।
পরে ওই পুকুরের পানিতে চুবিয়ে তাকে হত্যা করে কামরুন্নাহার পানিতে ডুবে মারা গেছে বলে এলাকায় প্রচার করে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলার গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চান্দিনা থানার উপপরিদর্শক (এস.আই) সাফায়েত হোসেন বলেন, নিহতের ভাই থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর আমরা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। এদিকে স্ত্রী হত্যার অভিযোগে দুপুরে হান্নান সরকারকে আটক করা হয়েছে। এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।