পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আজ শুক্রবার ১৪৪৩ হিজরির ১০ মহররম, পবিত্র আশুরা। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ দিনটি পালিত হচ্ছে। দিনটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্মৃতিচারণ করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বিভিন্ন পোস্টে দিবসটির বিশেষ তাৎপর্য তুলে ধরা হচ্ছে। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালনের চিত্র ভেসে উঠেছে ফেসবুকে।
আরবি হিজরি সন অনুসারে ১০ মহররম ইরাকের ফোরাত নদীর তীরে কারবালায় হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেনের শাহাদাতের দিনটি সারা বিশ্বের মুসলমানরা ত্যাগ ও শোকের দিন হিসেবে পালন করেন। মহররম মাসের দশ তারিখটি আশুরা নামে খ্যাত। এই দিনটির মাহাত্ম্য ও ফজিলত অত্যন্ত বেশি।
ফেসবুকে স্মৃতিচারণ করে নাসির উদ্দীন লিখেছেন, ‘‘নবী করিম (সঃ) এর কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মণি হাসান, হোসাঈনে (রাঃ) শাহাদাত দিবস পবিত্র মহরম মাসের ১০ তারিখ আজ। বিশ্ব মুসলিম উম্মাহর শোকের দিন।’’
আশুরায় গুনাহ মাফের আকুতি জানিয়ে মোহাম্মদ শিমুল ইসলাম লিখেছেন, ‘‘মহান আল্লাহ পবিত্র আশুরার উছিলায় আমাদের সকলের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দিন।’’
গালিব রেজা তামিম লিখেছেন, ‘‘সকল মুসলমানদের আশুরার শিক্ষা নিয়ে ইসলামবিরোধী ইসরাইল আমেরিকা বিজেপি ও মৌলবাদীদের অপপ্রয়াস চিরতরে নির্মূল করা হোক।’’
বেলি রহমান লিখেছেন, ‘‘ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক আজকের দিন। পবিত্র আশুরা হোক আত্মত্যাগ, সৌহার্দ্য আর ন্যায় প্রতিষ্ঠার নিয়ামক। আল্লাহ আমাদের বোঝার তওফীক দিন।আমিন।’’
শরিফুল আলম লিখেছেন, ‘‘১০ই মহররম এ আরও অনেক ঘটনা ঘটেছে।মুসা (আঃ) কে ফেরাউন এর আক্রমণ থেকে রক্ষা করা এবং ফেরাউনকে তার বাহিনীসহ ডুবিয়ে মারা হয়েছিল এই দিনে।’’
হাফিজুর রহমান লিখেছেন, ‘‘হে আল্লাহ উম্মতে মুহাম্মদ সকলকে আপনি হেফাজত করুন সকলকে ধৈর্য ধারণ কারার তৌফিক দান করুন সকলকে ছহি শুদ্ধ দ্বিন বুঝে আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।