Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আখাউড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কবির মিয়া (৩০) নামে এক মাদকাসক্ত যুবককে পুলিশে দিয়েছেন তার বাবা।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কবির উপজেলার মোগড়া ইউনিয়নের টানোয়াপাড়া গ্রামের মন মিয়ার ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন উদ্দিন ইকবাল জানান, কবির মাদকাসক্ত হয়ে প্রায়ই ঘরের জিনিসপত্র ভাঙচুর ও মা-বাবাকে মারধর করে। এ অবস্থায় বাধ্য হয়ে মন মিয়া রোববার রাতে থানায় অভিযোগ করলে পুলিশ কবিরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ