বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : যশোরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের একই পরিবারের ছয় সদস্যের মধ্যে তিন ভাইবোন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। আজ সোমবার সকালে জেলা পুলিশের কাছে তারা আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারীরা হলেন- যশোর শহরের পুরাতন কসবা কদমতলা এলাকার আব্দুল আজিজের ছেলে তানজিব ওরফে আশরাফুল, তার ছোটভাই তানজির আহমেদ ও বড়বোন মাছুমা আক্তার।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মসমর্পণকারীদের মধ্যে তানজিব হিজবুত তাহরিরের মোশরেক পদধারী। তিনি জঙ্গিদের প্রশিক্ষণ দিতেন। বাকিরা একই সংগঠনের কর্মী।
তিনি আরো জানান, তাদের আত্মসমর্পণের ঘটনায় দুপুর ১২টা থেকে ১টার মধ্যে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান বিস্তারিত তথ্য জানাবেন।
এর আগে ৬ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে যশোরের পুলিশ সুপার জানিয়েছিলেন, পুরাতন কসবা কদমতলা এলাকার আব্দুল আজিজের ছেলে তানজিব, ভাই তানজির আহমেদ, মেয়ে মাছুমা আক্তার ও মাকসুদা খাতুন, মাকসুদার স্বামী শাকির আহম্মেদ ও মাসুমার স্বামী নাজমুল হাসান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের সদস্য। ওই সময় জেলা পুলিশ একই পরিবারের ছয় জঙ্গিসহ ১১ জঙ্গির ছবিসহ নাম পোস্টারিং করেন। তানজিব বিভিন্ন সময় নিজের বাসায় হারেজ আলী নামে আরেক হিজবুত তাহরিরের সদস্যকে নিয়ে জঙ্গিদের প্রশিক্ষণ দিতেন। এ প্রশিক্ষণ নিতে তানজিবের পরিবারের সদস্যরাও অংশ নিতেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।