বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মেহেরপুর জেলা সংবাদদাতা : মেহেরপুরের গাংনী পৌরসভায় আবুল খায়ের (৩৮) নামে এক ইটভাটা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ সোমবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা যায়, গতরাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে। আবুল খায়ের থানাপাড়ার মৃত মুক্তার হোসেনের ছেলে। পূর্ব শত্রুতা ও চাঁদার দাবিতে এই হত্যার ঘটনা ঘটেছে বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।
আবুল খায়েরের ভাই গাংনী পৌর বিএনপির প্রাক্তন সভাপতি ইনসারুল হক ইন্সু বলেন, ‘রাতে তাদের রড-সিমেন্টের দোকান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আবুল খায়ের। বাড়ির কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় খায়েরকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, ‘চাঁদার দাবিতে সন্ত্রাসী কানা বাবু ও তার লোকজন আবুল খায়েরকে কুপিয়ে হত্যা করেছে।’
গাংনী থানার অফিসার ইন চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় রাতেই মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।