Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরের চৌগাছায় কাগজপত্র বিহীন ১৪১ মোটরসাইকেল আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ৭:৩৪ পিএম

যশোরের চৌগাছায় ৮ ঘণ্টায় কাগজপত্রবিহীন ১৪১ মোটরসাইকেল আটক করেছে যশোর ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চৌগাছা শহরের বিভিন্ন সড়ক থেকে এগুলো আটক করা হয়। পরে মোটরসাইকেলগুলো চৌগাছা থানায় সোপর্দ করা হয়।

যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান বলেন, নিবন্ধন না থাকা, ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হেলমেট ব্যবহার না করার অপরাধে এসব মোটরসাইকেল আটক করে ট্রাফিক আইনে মামলা দেয়া হয়েছে। এসময় ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেনসহ ট্রাফিক পুলিশের সদস্যরা তার সাথে ছিলেন।

চৌগাছা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম রাসেল বলেন, মোট ১৪১ মামলায় ১৪১টি মোটরসাইকেল আটক করে থানায় সোপর্দ করেছে ট্রাফিক পুলিশ। মোটরসাইকেলের মালিকদের বিভিন্ন অংকে জরিমানা করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ