বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের শার্শা উপজেলার লাউতলা গ্রামের হাতেম আলী সরদার হত্যার রহস্যভেদ করেছে পুলিশ। আপন চাচাতো দুই ভাই জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে পিটিয়ে হত্যা করেছে । বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভোরে সদর উপজেলার বলরামপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- শার্শার লাউতলা গ্রামের মশিয়ার রহমানের ছেলে জাহাঙ্গীর সরদার ও বাবলু সরদার । তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে যশোর পুলিশের মুখপাত্র ও ডিবির অফিসার ইনচার্জ (ওসি) রূপন কুমার সরকার জানান, গত ১৩ আগস্ট বেলা ১২টার দিকে রাস্তায় চলাচল নিয়ে ভাই জহুর আলী সরদারের সাথে হাতেম আলী সরদারের কথা কাটাকাটি হয়। এরপর দুপুরের খাবার শেষে বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। রাস্তা নিয়ে আলোচনার কথা বলে বিকাল ৩টার দিকে হাতেম আলী সরদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় চাচাতো ভাই বাবলু সরদার ও জাহাঙ্গীর সরদার। তাদের কথা বিশ্বাস করে আপোষ মীমাংসা করার জন্য হাতেম আলী সরদার বাড়িতে থেকে বের হয়ে যান। আসামিদের বসতবাড়ির সামনে কাঁচা রাস্তায় পৌঁছালে প্রথমে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে বাবলু সরদার। এতে গুরুতর জখম হন হাতেম আলী। এরপর এলোপাথারী পেটায় অপর আসামি জাহাঙ্গীর সরদার। স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় ১৫ আগস্ট শার্শা থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী আসমা খাতুন। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে।
বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের আজগর আলী সরদারের বাড়িতে অভিযান চালিয়ে দুই আসামি বাবলু সরদার ও জাহাঙ্গীর সরদারকে গ্রেফতার করেছে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।