বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের একমাত্র উৎপাদনশীল পাথর খনি পার্বতীপুরের মধ্যপাড়ায় ভূ-গর্ভে ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি’র কর্মরত শ্রমিক মান্নান শেখ (৪২) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে খনি ভূ-গর্ভে পানি নিষ্কাশন কাজের দায়িত্বপালনকালে পাথরের একটি বড় খন্ড এসে মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। মূমুর্ষ অবস্থায় চিকিৎসার জন্য তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে তিনি মারা যান। নিহত মান্নান শেখ রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া গ্রামের আব্দুল বারেকের পুত্র।
এ ব্যাপারে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
একই বিষয়ে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানাী লিমিটেডে’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু দাঊদ মোহাম্মদ ফরিদুজ্জামানের ব্যবহৃত মোবাইলে (০১৭...........৩৭) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। একারনে তার ভাষ্য নেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে জিটিসির একজন দায়িত্বশীল কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।