বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একটি প্রাইভেট কোম্পানির ৬ কোটি ৫৮ লাখ টাকা আত্মসাত ও তছরুপের দায়ে কোম্পানির করা মামলায় ওই কোম্পানির এমডি চকরিয়া (দক্ষিণ) জামায়াতের আমীর মোজাম্মেল হকের জামিন না মন্জুর করে পুনরায় কারাগারে পাঠিয়েছে আদালত।
১৯ আগষ্ট বৃহস্পতিবার কক্সবাজার ৪র্থ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক তামান্নাহ ফারাহ জামায়াত নেতা মোজাম্মেলের জামিন শুনানী শেষে এই আদেশ দেন।
গত ১৮ আগস্ট বুধবার চকরিয়ার মালুমঘাট এলাকা থেকে চকরিয়া থানা পুলিশ বহু মামলার আসামী জামায়াত নেতা মোজাম্মেলকে আটক করে।
চকরিয়া কোর্টে দায়ের করা সি আর- ৬৯২/২১ নম্বর মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয় বলে জানায় চকরিয়া থানা পুলিশ।
একইদিন চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোজাম্মেল হকের জামিন প্রার্থনা করলে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
এদিকে গ্রেফতারের পরের দিন ১৯ আগষ্ট বৃহস্পতিবার কক্সবাজার ৪র্থ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পূনরায় জামিনের আবেদন করলে তা নাকচ করে আসামি মোজাম্মেল হককে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।