Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিটি মেয়রের নির্দেশে দক্ষিণাঞ্চলের বাস ও নৌযান চলাচলে অবেরোধ প্রত্যাহার

যুব লীগের ৮ নেতা-কর্মী গ্রেফতার

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ৩:৩৮ পিএম

সিটি মেয়রের নির্দেশে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বাস ও নৌযান চলাচলে অবেরোধ প্রত্যাহারের পরে সারা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। বুধবার রাতে বরিশাল সদরের ইউএনও’র বাসভবন চত্তর থেকে সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর জাতীয় শোক দিবসের ব্যনার খোলাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ ও আনসার বাহিনীর গুলি বর্ষনের ঘটনার পরে রাতেই উপজেলা পরিষদের সামনের জাতীয় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সকাল থেকে সারা দেশের সাথে দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ বন্ধ করে দেয়ার পরে সকাল ৮টা থেকে নৌযোগাযোগেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বুধবার রাতের গোলযোগের ঘটনার পরে সকাল থেকে পুলিশ ও র‌্যাব সিটি মেয়র সাদিক অবদুল্লাহর কালীবাড়ী রোডের বাস ভবন ঘেরাও করে রাখে। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ প্রত্যাহার করা হলেও দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত র‌্যাব সেখানে অবস্থান করছিল।
এদিকে বুধবার রাতে ইউএনও’র বাসভবনে সংঘর্ষের ঘটনায় হাসপাতালে ভর্তি হওয়ার আওয়ামী লীগ ও যুব লীগের ৮জনকে শেষ রাতে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতালে ভর্তি হওয়া মোট ২৫ জনের অবশিষ্টরা পালিয়ে গেছে বলে একটি সূত্র জানিয়েছে।
এদিকে বুধবার রাতে ইউএনও’র বাস ভবনে গোলযোগের মধ্যেই সেখানে সিটি মেয়র হাজির হলেও তার উপস্থিতিতেই সেখানে গুলি বর্ষনের ঘটনা ঘটে। তখন তিনি বাসায় চলে আসেন বলে জানিয়ে ঐ সংঘর্ষে তার আহত হবার খবরটি সঠিক নয় বলে তিনি মন্তব্য করেছেন। রাতে এক ভিডিও বার্তায় মেয়র ‘তাকে কেউ সহযোগীতা করছে না’ বলে জানিয়ে ‘প্রধানমন্ত্রী চাইলে তিনি পদত্যাগ করতেও প্রস্তুত আছেন’ বলে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ