Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনে বিষ দিয়ে ধরা ১০০ কেজি চিংড়ি জব্দ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ৩:২২ পিএম

খুলনার কয়রায় সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে ধরা ১০০ কেজি চিংড়ি মাছ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের পাতাখালী গ্রামের নতুন বাজার এলাকা থেকে এ মাছ উদ্ধার করা হয়। এর আগে গতকাল বুধবার বিষ দিয়ে ধরা দেড় শ' কেজি চিংড়ি জব্দ করা হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানান, সুন্দরবনসহ আশেপাশের বিভিন্ন নদী-খালে বিষ দিয়ে মাছ আহরণ বন্ধ করতে পুলিশের কঠোর অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় এসআই মোঃ সাইফুল ইসলাম ও এএসআই মোঃ শাহাজুল ইসলাম ও তাদের ফোর্স দক্ষিণ বেদকাশীতে অভিযান চালায়। এমসয় তারা পরিত্যাক্ত অবস্থায় ১০০ কেজি চিংড়ি উদ্ধার করে। এর আগে গতকাল বুধবার খুলনার কয়রায় বিষ প্রয়োগ করে ধরা ১৫০ কেজি চিংড়ি মাছসহ দুইজনকে আটক করেছিল পুলিশ। পরে আদালত তাদেরকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছিল।



 

Show all comments
  • মোঃ আকতার হোসেন মীর ১৯ আগস্ট, ২০২১, ৮:৪৪ পিএম says : 0
    যাহারা এত জগন্য কাজ করেছে তাহাদের কঠিন শাস্তি দেয়া হোক ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ