Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ থেকে চলছে সব গণপরিবহন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২১, ১১:০১ এএম

করোনা সংমণের মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে সকল ধরনের গণপরিবহন চলাচল করবে। গত ১২ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা প্রদান করা হয়।

এতে বলা হয়, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌ পথে সকল প্রকার গণপরিবহন চলাচল করবে।

এর আগে ১১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সব কিছু খুলতে প্রজ্ঞাপন জারি করে সরকার। সেই প্রজ্ঞাপনে অর্ধেক বাস চলাচলে নির্দেশনা দেওয়া হয়। সরকারের এমন নির্দেশনায় দেশব্যাপী সমালোচনা ঝড় ওঠে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে আনতে গত ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ আরোপ করা হয়। মাঝে কিছুটা শিথিল করা হলেও ১ জুলাই থেকে আবার কঠোর করা হয়। ঈদে মানুষের জীবিকার কথা চিন্তা করে দুই সপ্তাহের জন্য শিথিল করলেও ২৩ জুলাই থেকে টানা পনেরো দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। প্রথমে ৫ আগস্ট পর্যন্ত করা হলেও পরে আরও পাঁচ দিন বাড়িয়ে ১০ আগস্ট শেষ হয় কঠোর বিধিনিষেধ। ১১ আগস্ট থেকে মোটামুটি সবকিছু খুলে দেওয়া হয়। বাকি ছিল পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র আর শিক্ষা প্রতিষ্ঠান। এবার খুলে দেওয়া হলো পর্যটন কেন্দ্রসহ এ জাতীয় সবকিছু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ