Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড অর্জনে জয়কে গণসংবর্ধনা দেয়া হবে-সংসদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার

তথ্য প্রযুক্তিখাতে উন্নয়ন (আইসিটি ফর ডেভেলপমেন্ট) অ্যাওয়ার্ড অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা এবং ছেলে সজীব ওয়াজেদ জয়কে গণসংবর্ধনা দেয়া হবে বলে সংসদকে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গতকাল জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে ফরিদপুর-১ আসনের সরকারি দলের আব্দুর রহমান এমপির এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও তার ছেলের এ কৃতিত্ব এবং সাফল্য বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে বিশাল গর্বের। তার এ সম্মান ও পুরস্কার দেশের সর্বস্তরের মানুষের জন্য উৎসর্গ করেছেন। আইসিটি বিভাগের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো উচিত। অবশ্যই তাকে সংবর্ধনা জানানো হবে, তার এ কৃতিত্বের জন্য।

গত ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেন। ডিজিটাল বিশ্বের পথে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়।
ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্লান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রদেশের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে এ পুরস্কার প্রদান করে।

বগুড়া-৫ আসনের হাবিবুর রহমানের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর হতে তথ্যপ্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে প্রথম পর্যায়ে সারাদেশে ৩ হাজার ৫৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।

জুনাইদ আহমেদ পলক বলেন, এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন ‘সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন’ স্থাপনের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ইসরাফিল আলমের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশব্যাপী ফ্রি-ল্যান্সার তৈরির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ১৮০.৪০ দশমিক কোটি টাকা ব্যয়ে লার্নিং এ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে ১২০ জন মহিলাকে বেসিক আইটি লিটারেসির উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রফেশনাল আউটসোর্সিং বিষয়ে ২০০ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ