Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ মাস পর সন্তানের খোঁজ পেলেন বাবা

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

বাড়ি থেকে অভিমান করে বের হয়ে যান পুত্র আজিজুর রহমান (২৯)। অনেক খুঁজেও তার সন্ধান মেলেনি। অবশেষে আট মাস পর তার খোঁজ পাওয়া যায়। তবে পিতা মো. নুরুল আমিনের ভাগ্যে সন্তানের লাশও জোটেনি। বেওয়ারিশ হিসেবেই লাশ দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম। সোমবার রাতে ডবলমুরিং থানায় ডিএনএ টেস্টের ফলাফল আসে।
পুলিশ জানায়, আজিজের গ্রামের বাড়ি ল²ীপুরের সদর উপজেলায়। তবে পরিবারসহ তারা চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় বসবাস করতেন। আজিজ স্টেশন রোড এলাকায় একটি মুদির দোকানে চাকরি করতেন। গত ডিসেম্বরে বাসা থেকে অভিমান করে বের হয়ে যান। কিছুদিন পর পুকুরে ডুবে মারা যান আজিজ। এরপর বেওয়ারিশ হিসেবে তার লাশ দাফন করে আঞ্জুমান মুফিদুল ইসলাম।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ছেলে নিখোঁজের পর থানায় ডায়েরি করেছিলেন মো. নুরুল আমিন। আজিজের ছবি থাকলেও চেনা যাচ্ছিল না। তাই ডিএনএ টেস্ট করানো হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ