Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে সাবেক কাউন্সিলরসহ ৫ জনের নামে মামলা

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ৯:৪৭ পিএম

মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফাসহ ৫ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার শহরের সিটি কলেজপাড়ার রুহুল আমিনের ছেলে ব্যবসায়ী সাইদুর রহমান রানা এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে।

আসামিরা হলেন- সাবেক পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা, ফাতেমাতুজ জোহরা ও তার মা হাফিজা বেগম, ভাই সোনা মিয়া এবং মহসিন আলী।

বাদীর অভিযোগ, আসামিরা ষড়যন্ত্রমূলক ফাতেমাতুজ জোহরাকে স্ত্রী সাজিয়ে বিয়ের কোনো প্রমাণপত্র ছাড়াই সাইদুর রহমান রানার বিরুদ্ধে আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মিথ্যা মামলা করেন। যার সিআর নং-৩৮/২১। এই মিথ্যা মামলা করার পর আসামিরা তার কাছে ৩ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা দিলে মামলা প্রত্যাহার করে নিবে বলে তারা আশ্বাস দেন। টাকা দিতে রাজি না হওয়ায় আসামিরা তাকে হুমকি দেন। গত ১০ জুন সদর সহকারী জজ ও পারিবারিক আদালত হতে একটি মামলার সমন হাতে পান সাইদুর রহমান। যার নং-৪১/২১।

পরে মামলার নকল তুলে তিনি জানতে পারেন, ফাতেমাতুজ জোহরা এবং তার সাথে অভি রহমান নামে একটি শিশুকে বাদী বানিয়ে দেনমোহর, ভরণপোষণ ও খোরপোষ দাবি করা হয়েছে তার কাছে। এই মামলায় বিয়ের প্রমাণ হিসেবে যেসব কাগজ পত্র দেয়া হয়ে তা জাল জালিয়াতি করে তৈরি বলে তার মনে হয়েছে। চাঁদার টাকা না দেয়ায় তাকে হয়রানি করতে আসামিরা পরিকল্পিত ভাবে জালিয়াতি করে মামলা দিয়ে হয়রানির অভিযোগে তিনি এ মামলা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ