Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সাপের ছোবলে কলেজছাত্রের মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

মহেশপুর উপজেলার জুগিহুদা গ্রামের কলেজছাত্র শাওন (১৮) সাপের ছোবলে মৃত্যুবরণ করেছে। সে মহেশপুর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রতিবেশী বছিরউদ্দিন জানান, শাওন গত সোমবার রাতে জুগিহুদা গ্রামে তার খালার বাড়িতে খাটের ওপর ঘুমিয়ে ছিল। রাত ১টার সময় বিষধর সাপ তার পেটে ছোবল করলে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। মহেশপুর সরকারি হাসপাতালের ডা. মুশফিকুর রহমান জানান, জুগিহুদা গ্রামের শাওনকে সাপের ছোবলের পর রাত ৩টার সময় হাসপাতালে নিয়ে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে রেফার্ড করি। কিন্তু শাওনের স্বজনরা যশোর না নিয়ে কবিরাজ দিয়ে ঝাড়ফুক করান। মঙ্গলবার সকাল ৭টার দিকে তাকে পুনরায় হাসপাতালে নিয়ে আসেন। এন্টিভেনান না থাকায় পুনরায় তাকে যশোর হাসপাতালে নেয়ার জন্য রেফার্ড করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ