রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গত ১৫ আগস্ট দৈনিক ইনকিলাবে ‘কাঁচা মরিচের কেজি ২শ টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশের ১ দিন পরই গত সোমবার ঝিনাইগাতী থানার ওসি মো. ফায়েজুর রহমান সঙ্গিয় ফোর্সসহ উপজেলা শহরে অভিযান পরিচালনা করে। অভিযানে কেউ মজুদ বা কালোবাজারি করছে কিনা এসব নানাবিধ কারণে ২শ’ টাকার কাঁচা মরিচ ১২০ টাকা কেজিতে বিক্রি শুরু হয়েছে। এ অবস্থা দেখে অনেকেই খুশি হয়েছেন। বাজারে আসা প্রতাবনগর গ্রামের শতবর্ষী ডা. আব্দুল বারী, আলহাজ রেজাউর রহমান মাস্টার, সারিকালিনগর গ্রামের আলহাজ শরিফ উদ্দিন সরকার বলেন, পুলিশ ইচ্ছা করলে অনেক কিছুই পারে। তার প্রমাণ ২৫০ টাকার কাঁচা মরিচ হয়ে গেল ১২০ টাকা কেজিতে। ওসি মো. ফায়েজুর রহমান বলেন, আমার কাছে তথ্য আছে হঠাৎ করে ২৫০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল। অতি মুনাফালোভী মজুতদার বাজারে কাঁচা মরিচের কৃত্তিম সঙ্কট সৃষ্টি করে ২০০/২৫০ টাকা কেজি দরে বিক্রি করছিল। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া মজুতদার ও কালোবাজারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।