প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এনটিভিতে আজ রাত ৯.৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’। নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে। ইব্রাহিম চৌধুরী আকিবের চিত্রনাট্য রচনায় নাটকটির গল্প ভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। পর্যায়ক্রমে এই নাটকটিতে দেশের জনপ্রিয় তারকাদের উপস্থিতি দেখা যাবে বিভিন্ন চরিত্রে। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, কচি খন্দকার, ফারিয়া শেহরিন, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, ইরফান সাজ্জাদ, সালহা খানম নাদিয়া প্রমুখ। হাউজ নং ৯৬ ধারাবাহিক নাটকটি একটি চারতলা বাড়ির ভাড়াটিয়া ও বাড়ীওয়ালাদের মজার মজার খুনসুটি ও সুখ দুুঃখের গল্প নিয়ে এগিয়ে যায়। এ বাড়ির নিচতলায় ফ্ল্যাট এ-১ এ পাপ্পু ভাই আর তার মা এবং ফ্ল্যাট এ-২ রোজা ও তার বাবা-মা, বাড়ির দ্বিতীয় তলায় ফ্ল্যাট বিতে থাকেন বাড়িওয়ালা মিজান সাহেব ও তার স্ত্রী রুমা। বাড়ির তৃতীয় তলায় ফ্ল্যাট সি-১ এ রায়হান তার বাবা, সৎ মা ও বোন, ফ্ল্যাট সি-২ তে জব্বার ও তার বাবা এবং চতুর্থ তলায় ফ্ল্যাট ডি-১ এ মারিয়া থাকে। বাড়ির ফ্ল্যাট ডি-২ তে ধাপে ধাপে আমাদের অতিথি চরিত্রগুলো আসবে এবং বাকি ভাড়াটিয়াদের নিয়ে গল্প এগিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।