Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া ডিসির মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ৫:২০ পিএম

বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হকের অফিসিয়াল মোবাইল নম্বর( ০১৭১৩২০২৪৫৫) ক্লোন করে বিভিন্ন ব্যক্তির নিকট টাকা দাবি করছে একটি চক্র।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কাছে থাকা অফিসিয়াল নম্বর(০১৭১৩২০২৪৫৫) ক্লোন করে সোমবার গাবতলী ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কাছে টাকা দাবি করা হয়।
শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু জানান, সোমবার তার কাছে ডিসি স্যারের অফিসিয়াল নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে সরকারি প্রকল্প বরাদ্দ পেতে টাকা দাবি করা হয়। সন্দেহ হওয়ায় তিনি বিষয়টি ডিসি স্যারকে বিষয়টি জানিয়ে দেন।
এদিকে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক তার অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন হয়েছে বলে ডিসি বগুড়া নামের ভেরিফায়েড ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে বলা হয়- 'জেলা প্রশাসক, বগুড়া এর সরকারি নাম্বার ০১৭১৩২০২৪৫৫ ক্লোন করে বিভিন্ন জন কে ফোন করা হচ্ছে। সবাইকে সতর্ক থাকার জন্য জানানো হল।
জেলা প্রশাসক এবিষয়ে সবাই সতর্ক থাকার আহ্বান জানিয়ে কারো কাছে ফোন গেলে এবং
অনৈতিক দাবি করলে যেন প্রশাসনকে জানাতে বলেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ